ভাষাতত্ত্ব সহজপাঠ আর কড়াপাক
জনপরিসরে ভাষাতত্ত্ব ব্যাপারটা কী, তা’ খায় না মাথায় দিয়ে শোয় তা নিয়ে বেশ ধন্দ আছে। বঙ্গীয় আমজনতা আবার ব্যুৎপত্তিপ্রেমী অর্থাৎ শব্দবিদ্যায় আগ্রহী।ভাষাতত্ত্ব যে ভিন্ন এক ব্যাপার তা’ আর বলে ওঠা হয়নি।
ভাষাতাত্ত্বিক পন্ডিতদের এবং আমার মতো শিক্ষানবিশের ব্যর্থতা এখানেই– আমরা জনবিচ্ছিন্ন। এমতাবস্থায় ভাষাতত্ত্বের ওপর আমার পপ লেখাগুলো এবং সেইসঙ্গে কিছু “কড়া” গবেষণাপত্র একজায়গায় করে দিলুম আপনাদের কাজে লাগতে পারে ভেবে।
মাফ করবেন, বেশ কিছু লেখায় পুনরাবৃত্তি আছে।বুনিয়াদ তৈরী করার আপ্রাণ প্রয়াসে এটা করতেই হয়েছিল, ফের মাফ চাইছি।
(প্রতিটা নীল-রাঙা শিরোনাম হাইপারলিংকড)
১. ভাষাতত্ত্ব নিয়ে বুনিয়াদি নিবন্ধ:
ভাষাতত্ত্ব: জন্মবৃত্তান্ত ও উন্মেষ
মানব বিকাশ ও ভাষাতত্ত্বের তৃতীয় বিপ্লব: পেরিয়ে কি?
২. ঐতিহাসিক শব্দবিদ্যা নিয়ে:
৩. ব্যাকরণের গন্ডগোল:
এই যে আমার ভাষার রক্তাক্ত শরীর: ব্যাকরণ
৪. অভিধান প্রসঙ্গে
৫. এগুলো শুধু শোনার জন্য
৬. ভাষার কয়েদখানা
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.