Total Pageviews

Tuesday 7 July 2015

নগর নিয়ে কিছু ফালতু পরি-কল্প-না

নগর নিয়ে কিছু ফালতু পরি-কল্প-না


১.
একপাশে চার ফুট আর একপাশে নিদেনপক্ষে তিন ফুট চওড়া গলি, তার মাঝে প্রাচীন বাড়ি।
ঠিক করা হয়েছে, ওখানে চারতলা বাড়ি করা হবে ।
আইনি কি বেআইনি সেটা জিগ্গেস করা বৃথা, বেহুদা!
ভালো কথা! প্রায় বিশটা ফ্ল্যাটে অন্তত জনা আশি লোক থাকবেন। 
এদিকে আমার দুশ্চিন্তা। না, ঠিক আমার জন্য নয়, জগতের জন্য... (একেই বলে দরদ উথলোন!)

আহা রে, বেচারারা জল পাবেন কোত্থেকে?
মাটির তলায় জল নেই. তবে বোরওয়েল তো আছে. মাটির তলার জল কয়েক বছরের মধ্যে ফাঁকা! আশপাশের লোকজনও মাটির তলার জল পাবেন না.।
কিন্তু বোরওয়েল তো নিষিদ্ধ?
সে তো কলকাতা বদ্বীপে! এ এলাকায় মোটেই নয়। 

আচ্ছা, কোনো বিপদের সময়, আগুন-লাগা বা ভুমিকম্পের সময় এনারা বেরোবেন কোথা দিয়ে? Stampede হয়ে যাবে তো? যাকে বলে ছত্রভঙ্গ! ছাতা ভেঙ্গে যাবে। ভেবে দেখুন, ভূমিকম্প বা আগুন লাগার সময় একটা  ছোটটো গলি দিয়ে আশি জন লোক বেরোচ্ছে-- কার পা কাকে পিষছে বোঝা যাচ্ছে না. অথবা আগুনে দম বন্ধ হলেও বেরোতে পারছেন না. ওরে বাবা রে!

আমার ছেলে দেখি ইতিহাস পড়ছে: সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ: অপরিকল্পিত নগর-নির্মাণ! হ্যা, অন্যতম কারণ তো বটেই।

২.
আমি আর কি করি!
ছাদের জল ছেঁকে নিয়ে জমাই।
সরকার বাহাদুর আমার জলের ব্যবস্থা করেন নি বলে কি আমি জল পাব না? দেখুন: https://www.facebook.com/debaprasad.bandyopadhyay/media_set?set=a.520210878031928.1073741826.100001290624119&type=3

"মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে/ মাটি পায় না, পায় না, পায় না তাকে........"

আচ্ছা তাপ-বিকিরক পিচ-বিটুমেন বা কংক্রিট-এর রাস্তার মধ্যে যদি কিছুটা অন্তর গর্ত খুঁড়ে অন্তত ১৮০ ফিট নিচ অব্দি ছাকনি-সমেত পাইপ নাবিয়ে দিলে কেমন হয়? মাটি তো জল পাবে! বাড়ির রেন ওয়াটার পাইপও তো মাটির নিচে নামানো যায়? ধ্বসের হাত থেকেও তো বাঁচব। (কলকাতা বদ্বীপ ধ্বসছে: http://articles.timesofindia.indiatimes.com/2012-12-03/kolkata/35569662_1_climate-risks-kolkata-environment-secretary-rps-kahlon )
বৃষ্টির সময় অন্তত জলমগ্ন হতে হয় না, মাটির তলার জালে ভারসাম্যও থাকে, পাম্প করে ইধারকা জল উধার করতে হয় না।

অথবা ছাদে সৌর প্যানেল লাগিয়ে নি. কয়লা-পোড়ানোর হাত থেকে তো রক্ষে পাব।তাপ কমবে।

এখন চেষ্টা করছি, রুফ টপ স্কয়ার ফিট গার্ডেনিং-এর।  গ্রামকে যত খানি পারা যায় না শুষে ("(অন-)অর্থনীতিবিদ রবীন্দ্রনাথ" [City and Village" & "(Non-) Economist Rabindranath Tagore]",) নিজের সবজি নিজে বানাও। এর একটা বিশেষ নাম আছে: হাভানা মডেল!( http://www.grow-city.org/2012/05/havana-urban-food-gardens-interview.html)

সমস্যা জঞ্জাল নিয়ে। শহরের এত জঞ্জাল নিয়ে কি করা যায়? (Episode 03 : Don't Waste Your Garbage  http://www.satyamevjayate.in/Dont-Waste-Your-Garbage/EPISODE-3Watchvideo.aspx?uid=E3-EV-V1&lang=hindi)  কর্নাটক অসাধারণভাবে করতে পারে, পশ্চিমবঙ্গ পারে না? রুফ টপ রেইন ওয়াটার হার্ভেস্টিং -এর কথা প্রথম শুনি রাজস্থানে-- তারপর কর্নাটক আর অন্ধ্রপ্রদেশে দেখি। এর পরেও কি বলবেন, “What Bengal thinks today, India thinks tomorrow???



আরো দেখুন: