চিহ্ন নিয়ে আমার প্রকল্পটি এরকম, শব্দগুলোতো এক একটা বস্তু, ভাব বা ঘটনার প্রতীক। তেমনি বিপরীতটাও সত্যি। অর্থাৎ বস্তুগুলোও চিহ্ন। চিহ্নায়ক আর চিহ্নায়িতের সম্পর্কে একেবারে যাদৃচ্ছিক নয়। কিন্তু বিশৃঙ্খল। আমরা বাস করি এক অনন্ত চিহ্ন প্রবাহের বিশ্বে। যে কিনা ব্যাপ্তিতে আর গভীরতাতে বাস্তব বিশ্বের মতোই ক্রম সম্প্রসারণশীল। এখানে দেখছি আর লেখা যাচ্ছে না। আমি মেইল করব ,পরে।--সুশান্ত কর
Sushanta Kar
ReplyDeleteSushanta Karleft a comment
চিহ্ন নিয়ে আমার প্রকল্পটি এরকম, শব্দগুলোতো এক একটা বস্তু, ভাব বা ঘটনার প্রতীক। তেমনি বিপরীতটাও সত্যি। অর্থাৎ বস্তুগুলোও চিহ্ন। চিহ্নায়ক আর চিহ্নায়িতের সম্পর্কে একেবারে যাদৃচ্ছিক নয়। কিন্তু বিশৃঙ্খল। আমরা বাস করি এক অনন্ত চিহ্ন প্রবাহের বিশ্বে। যে কিনা ব্যাপ্তিতে আর গভীরতাতে বাস্তব বিশ্বের মতোই ক্রম সম্প্রসারণশীল। এখানে দেখছি আর লেখা যাচ্ছে না। আমি মেইল করব ,পরে।--সুশান্ত কর