Total Pageviews

Tuesday, 25 January 2022

ঘাটশ্রাদ্ধঃ সমকালে সামচাচার দেশ আর হিন্দুরাষ্ট্রে (?) বর্ণহিংসে

 

ঘাটশ্রাদ্ধঃ সমকালে সামচাচার দেশ আর হিন্দুরাষ্ট্রে (?) বর্ণহিংসে

ঘাটশ্রাদ্ধঃ সমকালে সামচাচার দেশ আর হিন্দুরাষ্ট্রে (?) বর্ণহিংসে

ইউটিউব চ্যানেলে এখানে দেখুন



সাম্প্রতিক কালে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা আমাদের মানবগোত্রে থিতু হওয়ার প্রয়াসে বাধা সৃষ্টি করছে। বিশ্বজুড়ে উগ্র-ডানপন্থী ফ্যাসিবাদী রাজনীতির উন্মেষ আমাদের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। এই গত দশকে ঘটে গেছে একের পর এক মব লিঞ্চিং, খুন, রাষ্ট্রীয় হত্যা। কাদের? কিছু নিরীহ দলিত, মুসলমান এবং কৃষ্ণাঙ্গ মানুষের! কারা করেছে এসব কান্ড? অতি অবশ্যই রাষ্ট্র-পোষিত কিছু গোষ্ঠী। আমেরিকার ক্ষেত্রে জর্জ ফ্লয়েডকে নৃশংসভাবে হত্যা করেছে সাদা-চামড়ার পুলিশ, এদিকে আমাদের ভারতে বজরং দল, আর-এস-এস-এর মতোন প্রতিষ্ঠান তুলেছে "এক ধর্ম, এক ভাষা, এক বর্ণ"-এর ডাক!

এইরকম কঠিন সময়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল দাস এবং অনামিকা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় রয়েছেন গৌতম মাজি। শুনলে হয়তো আমরা নিজেদের মনটাকে সঠিকভাবে পরিচালিত করতে শিখব। আনতে পারবো চিন্তাধারার পরিবর্তন, যা আজ বড়ো বেশী মাত্রায় প্রয়োজন। হোক তবে হিঁদু রাষ্ট্র ও প্রাক্তন ট্রাম্প-শাসিত ভূমির "ঘাটশ্রাদ্ধ"!

 

See Also:

My Open Letter to You on Your 'Sacred Thread Ceremony VIEW HERE 

“তোমাদের পৈতেতে আমার খোলা চিঠি” এখানে দেখুন

CASTING THE CASTE: THE HINDUTVAVADINS' HOMO HIERARCHICUS VIEW HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.